চরআমখাওয়া ইউনিয়নের কাবিটা-কাবিখা প্রকল্পের একটি গ্রামীণ সড়ক । - দেওয়ানগঞ্জ টাইমস
একটি সড়কের অভাবে বর্ষা মৌসুমে তিন মাস পানিবন্দি থাকতে হতো । আজ গ্রামের ভেতর দিয় সরকারি টিআর কাবিটা-কাবিখা প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণ হয়েছে। কয়েক গ্রামের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থার দুঃখ-কষ্ট ঘুচে গেছে। দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ এলাকার বাসিন্দারা আনন্দের সাথে এভাবেই প্রকল্পটির প্রশংসা করেন।
উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর, চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার, চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ সহ আটটি ইউনিয়নের অন্যান্য গ্রাম সরেজমিন ঘুরে দেখা যায়, যেসব গ্রামের মানুষ নৌকা বেয়ে খুব কষ্টে ফসলাদি আনা-নেওয়া করত, দুই থেকে তিন কিলোমিটার ঘুরে ঘুরে যানবাহন সেবা পেত। বাচ্চারা স্কুল কলেজে যেতে চরম বেগ পোহাত । সেসব গ্রামগুলোতে কাবিটা-কাবিখা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো সড়ক, কালভার্ট হওয়াই মানুষ আজ যানবাহন সেবা পাচ্ছে দোরগোঁড়ায়।
কাবিটা- কাবিখা প্রকল্পের সুবিধাভোগী রবিউল, বশীর, কাউসার, সাজেদা, আমেনা, মরিয়ম সহ অন্যান্যদের ভাষ্য, সরকারের কাবিটা-কাবিখা প্রকল্প বাস্তবায়নে প্রতিটি গ্রামে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগামী দিনেও এই প্রকল্পটি আরো উন্নয়নমূলক ভূমিকা রাখবে।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, ইউনিয়ন দুটি ভারতের সীমান্তবর্তী নদী-বিধৌত এলাকা হওয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অনেক পিছিয়ে ছিল। কাবিটা-কাবিখা প্রকল্পের বাস্তবায়নে এখন আর পিছিয়ে নেই।
বাহাদুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাজাহান মিয়া, চিকাজানি ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম আক্কাস সহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানরা বলেন, কাবিটা-কাবিখা প্রকল্প গ্রামীন মানুষের যোগাযোগ ব্যাবস্থার দুঃখ কষ্ট ঘুচিয়ে দিয়েছে ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার কবিটা-কাবিখা প্রকল্পের কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের কাজ পরিদর্শনকালে সুবিধাভোগী ইউনিয়নবাসীরা আনন্দ প্রকাশ করেছে।
Social Plugin