জামালপুর-১ আসনে ট্রাক প্রতীকে লড়বেন আবু হানিফ



নিজস্ব প্রতিবেদক: 

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে লড়বেন গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আবু হানিফ।  গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায়  দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকদের সঙ্গেএক মতবিনিময় সভায় তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন ।  

মতবিনিময় সভায় তিনি বলেন, এ আসনে বিএনপি,  জামাত,  ইসলামী আন্দোলন বাংলাদেশ দলগুলোর সম্ভাব্য প্রার্থী রয়েছে। গণঅধিকার পরিশোধ থেকেও একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছি।  এরপরও  দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার পক্ষে কাজ করে দলের জয় নিশ্চিত করতে কাজ করা হবে। মননোয়ন প্রতিযোগিতার মাধ্যমে ট্রাক প্রতীকের প্রচার করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে জয় নিশ্চিত করা হবে । 

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, নদী, খাল বিল রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।