নিজস্ব প্রতিবেদক:
জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের আখ চাষীদের ‘সার ও কীটনাশক নয়-ছয় সহ চাষীদের সাথে খারাপ আচরণের অভিযোগে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলি চেয়ে মাস ব্যাপী (আগস্ট-সেপ্টম্বর) আন্দোলন করেন চাষীরা। অবশেষে আন্দোলনের তোপের মুখে আমিনুল ইসলামকে ঢাকা হেড অফিস পরিচালক দপ্তরে সংযুক্ত করে বদলি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বরের এক অফিস অর্ডারের মাধ্যমে এমডির বদলি হয়েছে বলে জানান মিলস্ কর্তৃপক্ষ ।
আজ সোমবার মিলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. তরিকুল আলম । মিলস্ জোনের আখ চাষীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।