দেওয়ানগঞ্জ টাইমস ডেস্ক:
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকালে। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন)।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি নুর-ই- ইলাহী, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর-আল-বশির, কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব, সাধারণ পরিষদের সদস্য মো. রিফাত আলী প্রমুখ।
কম্বল বিতরণকালে প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন) বলেন, ৪৮ (১৯৭১-২০১৯) বছরে দেওয়ানগঞ্জে কোন সাংবাদিক সংগঠন তৈরি হয়নি । ২০২০ সালে এক ঝাঁক তরুণ সাংবাদিক অদম্য প্রচেষ্টায় সাংবিধানিক ভাবে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছে। সংগঠনটি পেশাদারিত্বের দায়িত্ববোধের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করে থাকে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব দিন দিন এগিয়ে যাচ্ছে।
