প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর):
নদ-নদী বিধৌত দেওয়ানগঞ্জ উপজেলা দীর্ঘদিন থেকে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, দশানী ও বড়িয়ালমারী নদের কড়াল গ্রাসের শিকার। নদ-নদীর ভাঙন শতাধিক মানুষের নিঃম্ব হওয়ার গল্প তৈরি করেছে। সেই সাথে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে পুরো দেওয়ানগঞ্জবাসীকে । নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে । নয়তো পুরো দেওয়ানগঞ্জই নদীনগর্ভে বিলিন হবে। তাই সরকারের দৃষ্টি আকর্ষন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জের পোল্যাকান্দি ব্রহ্মপুত্র নদের পাড়ে মানববন্ধন করেছেন দেওয়ানগঞ্জবাসী। আজ সোমবার দুপুরে।
মানববন্ধনে অংশগ্রহণকারী আ.ন.ম. মুসা আলম, মাহমুদুননবী উজ্জ্বল, আহম্মদ আলী আকালু, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ফরিদা আক্তার, আলেকা বেগম সহ অন্যান্যরা বলেন, নদ-নদী ভাঙনের ফলে দেওয়ানগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে। এই মুহুর্তে ভাঙন রোধ করতে না পারলে শিক্ষা, স্বাস্থ্য সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সড়ক, কালভার্ট, ব্রীজ নদীর ভাঙনের শিকার হবে। যা দেওয়ানগঞ্জবাসীর জীবনযাত্রার হুমকি স্বরুপ
।
Social Plugin