নিজস্ব প্রতিবেদক:
হযরত মোহাম্মদ (সা.) কে বিভিন্ন অপবাদ দিয়ে কটূক্তি করার অভিযোগে বাহাদুরাবাদ ইউনিয়নের চর ভাঙ্গার গ্রামের মো. মজনু মিয়া’কে তাঁর নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ । আজ শনিবার সকালে । মজনু মিয়া ওই এলাকার আবুল কাশেমের ছেলে ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছে মজনু মিয়া তার নিজ বাড়ির পাশে শফিকুলের দোকানের সামনে অনেক মানুষের উপস্থিতিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেছে । এতে এলাকার পরিবেশ উত্তপ্ত হয় । অভিযোগের ভিত্তিতেই মজনু মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে ।
Social Plugin