ভুলুর অত্যাচারে অতিষ্ঠ চর হাতিভাঙ্গা গ্রামবাসীর মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক: 

দেওয়ানগঞ্জের হাতিভাঙ্গা ইউনিয়নের চর হাতিভাঙ্গা গ্রামের আসাদুজ্জামান ভুলু নামের এক ব্যক্তির অবৈধভাবে জমি দখলের পায়তার, যৌন হয়রানি সহ নানান নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ গ্রামবাসী এক মানববন্ধন করেছেন।  গতকাল রোববার দুপুরে ঐ এলাকায়। 

মানববন্ধনের অংশবিশেষ  গ্রামবাসী গ্রামজুড়ে ঝটিকা মিছিল বের করে।  মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা ওসমান গনি,  আব্দুস সালাম,  ফরহাদ আলম (ফনি), সুমন মিয়া সহ অনেকের ভাষ্য,  দীর্ঘ ৪০ বছর ধরে ভুলু এলাকার মানুষের সাথে অত্যাচার করে আসছে।  কারো জমি দখল করে,  এলাকার মানুষের মাঝে জঞ্জাল সৃষ্টি করে দেয়,  কেউ আইনের সহায়তা নিলে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। 


ইসমে তারা,  সাবিনা,  জমিলা সহ আরো  মহিলারা ক্ষিপ্ত হয়ে বলেন, ভুলু গ্রামের বেশির ভাগ মেয়ে মানুষকে ইতিমধ্যেই কুপ্রস্তাব দেওয়া শেষ করেছে।  নারী কেলেঙ্কারির দায়ে একাধিকবার গ্রাম্য শালিসিতে ভুলুর বিচার হলেও ভুলু শোধরায়নি।
গ্রামবাসী এই মানববন্ধনের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।