দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা



প্রতিনিধি (দেওয়ানগঞ্জ) জামালপুর :

দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের শিক্ষকদের মানহানি ও ষড়যন্ত্রমূলক অপ-প্রভাব বিস্তার চেষ্টার প্রতিবাদে অত্র কলেজের সকল শিক্ষক- কর্মচারীবৃন্দ এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন।  আজ রোববার সকালে কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভাটি হয়েছে । 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের প্রভাষক মাহাফুজুর রহমান।  তিনি জানান, কলেজ এলাকার মো.  মাজহারুল ইসলাম নামের এক চাকরিপ্রত্যাশী চাকরি না পেয়ে দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উপর স্থানীয় প্রভাব খাটিয়ে আসছে। সে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের প্রভাব খাটাতো এখন বিএনপি সেজে বিএনপি'র প্রভাব খাটাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন,  কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম,  প্রভাষক ফারজানা আক্তার,  মাসুদা খানা রুমি, পরিমল চন্দ্র বর্মন,  ল্যাব এসিস্টেন্ট টাইপিং জায়েদা আক্তার, ল্যাব এসিস্টেন্ট কম্পিউটার আহসান হাবীব রুবেল,  অফিস সহকারি হানিফ উদ্দিন প্রমুখ ।