নিজস্ব প্রতিবেদক:
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন হয়েছে আজ শুক্রবার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শামছুল হুদা রতন, সঞ্চালনা সহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি নূর ই ইলাহী, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাঈদ গালিব, সাবেক কোষাধ্যক্ষ মো. হাসান আলী, ভারপ্রাপ্ত ক্রিড়া সম্পাদক এহসানুলন মাহবুব সাজীদ, সহযোগী সদস্য সাগর আলী, সুমন মিয়া, রুবেল রানা, লাভলু, রাসেল, শামীম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকরা আনন্দ র্যালির মাধ্যমে পৌর শহর প্রদক্ষীণ করেন। এরপর কেক কাটা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, নৈশ ভোজ সহ নানা কর্মসূচি বাস্তবায়ন শেষে মোনাজাতের মাধ্যমে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
Social Plugin