তিলকপুরে বৃদ্ধের ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু







নিজস্ব প্রতিবেদক:
দেওয়ানগঞ্জের তিলকপুর মধ্যপাড়া এলাকার আলম  (৬৫) নামের নামের এক বৃদ্ধ প্রতিবেশী শিশু দৃষ্টিপ্রতিবন্ধী ভাতিজিকে ( ১২) ধর্ষণ করেছে।  দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর রাতে।  অভিযুক্ত ধর্ষক ঐ এলাকার মৃত ছাতু মিয়ার ছেলে। 

ভুক্তভোগীর মা ও দাদীর ভাষ্য, ভোর রাতে সে (ধর্ষিতা) শৌচাগারে গেলে আলম মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগেও আরেকবার ধর্ষণ করেছিল।  মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে বিষয়টি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়া হয়। এবার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়ানগঞ্জ  মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযুক্ত আলম বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি,  এ সময় তার মেয়ে আলপনা জানায়,  বাড়িতে কেউ ছিলো না।  খালি বাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনার বিষয়ে তাকে গালিগালাজ করা হয়েছে। এরপর থেকে সে আর বাড়িতে নেই। 

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি। হাই ভেজিনাল সোয়াপ পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।